Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেলে পাস ৪৯ হাজার ৪১৩ জন


১৫ অক্টোবর ২০১৯ ১৭:২৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এবারের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেয়ে মোট ৪৯ হাজার ৪১৩ শিক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এই ফল ঘোষণা করেন অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধাতালিকার ভিত্তিতে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসনে ভর্তির সুযোগ পাবে। বাকিরা পরে ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনে ভর্তি হতে পারবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ২৬ হাজার ৫৩১ জন, যা মোট পাস করা শিক্ষার্থীর ৫৩ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে ২২ হাজার ৮৮২ জন ছাত্র পাস করেছে এই ভর্তি পরীক্ষায়, যা পাস করা শিক্ষার্থীর ৪৬ দশমিক ৩১ শতাংশ। এদিকে, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পেয়েছে একজন ছাত্র, তার স্কোর ৯০ দশমিক ৫। অন্যদিকে, মেয়েদের মধ্যে সর্বোচ্চ স্কোর ৮৯.০।

ডা. আবুল কালাম আজাদ জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২১ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ভর্তি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ফল ঘোষণার সময় জানানো হয়, বিকেল ৫টা থেকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (http://result.dghs.gov.bd/) ফল প্রকাশ করা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ২০ মিনিট) ওই ওয়েবসাইটে ফল পাওয়া যায়নি।

এ বছর গত ১১ অক্টোবর দেশব্যাপী ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষ এমবিবিএস এমবিবিএস ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর