আবরার হত্যা: মনিরের দোষ স্বীকার, রাফাত রিমান্ডে, আকাশ কারাগারে
১৫ অক্টোবর ২০১৯ ২২:৪৬
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বুয়েট শেরেবাংলা হলের ছাত্র মো. মনিরুজ্জামান মনির আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার আরেক আসামি সামছুল আরেফিন রাফাতের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর এবং আকাশ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী মনিরের জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। একই আদালত রাফাতের চার দিনের রিমান্ড মঞ্জুর এবং আকাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান এ তিন আমিদের আদালতে হাজির করেন। এরপর মনির স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সামছুল আরেফিন রাফাতের ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এবং আকাশকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
এরআগে গত ৯ অক্টোবর এ তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।