Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র বছরে ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য করেছে


১৬ অক্টোবর ২০১৯ ০৯:১২

২০১৯ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ দেশটির মিত্র এবং সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে যে অস্ত্র বাণিজ্য করেছে তার পরিমাণ ৫৫ বিলিয়ন  মার্কিন ডলারেরও বেশি। সেপ্টেম্বরের ৩০ তারিখ শেষ হওয়া ২০১৯ অর্থবছরে মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য সম্পর্কে গণমাধ্যমকে জানাতে গিয়ে বুধবার (১৬ অক্টোবর) এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ)। খবর স্পুটনিক নিউজের।

ডিএসসিএ এর পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরক্ষা সামগ্রী ও সেবা বিদেশীদের কাছে বিক্রি করে তিন বছর মেয়াদে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্রিয়াশীল মূলধন ৫১ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, বিদেশীদের জন্য সামরিক বিক্রি খাতে খরচ কমানোর উদ্দেশ্যে বড় ধরনের অস্ত্র বিক্রির ওপর প্রশাসনিক সারচার্জ ১.২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২০২০ সালের পূর্ব ঘোষিত বড় মাপের প্রতিরক্ষা ক্রয়ের জন্য ডিএসসিএ এখন নতুন অর্থের উৎস খোঁজ করছে।

 

২০১৯ অর্থবছর অস্ত্র ব্যবসা প্রতিরক্ষা বাণিজ্য মার্কিন ডলার যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর