Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদকর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর


১৬ অক্টোবর ২০১৯ ১৫:২৪

ঢাকা: অনিয়মিত বেতন ও ছাঁটাইসহ সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। পাশাপাশি এসব কাজে সংবাদকর্মীদেরও সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন। এ সময় বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা নিজেদের সমস্যা তুলে ধরেন প্রতিমন্ত্রীর কাছে।

বিজ্ঞাপন

বার্তা প্রধানরা বলেন, গণমাধ্যমে এখন অস্থির সময় চলছে। সংবাদকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। বিনা নোটিশে যখন তখন ছাঁটাই হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা সাংবাদিকতায় আসছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতা চান তারা।

তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন হলে, সেখানে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ডা. মুরাদ হাসানকে। গত জুনে তাকে সেখান থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ডা. মুরাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্বই দেবেন, তা যথাযথভাবে পালন করব।’

ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী সংবাদকর্মী সমস্যা সমাধান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর