হত্যার দায়ে স্ত্রী ও তিন স্বজনের মৃত্যুদণ্ড
১৬ অক্টোবর ২০১৯ ১৫:৫৬
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হানিফ খামারু এক ব্যক্তিকে হত্যার অপরাধে স্ত্রীসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টা দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। সে সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সারাবাংলাকে এ তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— হানিফের স্ত্রী দোলেনা খাতুন, হানিফের ভাতিজা মুকুল হোসেন এবং দুই স্বজন শ্যামল প্রমাণিক ও আসমত আলী মণ্ডল। তাদের বাড়ি উপজেলার আড়িয়াকান্দ গ্রামে।
মামলার নথি থেকে জানা যায়, পরকীয়ার জেরে ২০১৭ সালের ১১ এপ্রিল হানিফ খামারুকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় হানিফের ছেলে আমিরুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। একই বছরের জুন মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেন।