Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আবরার হত্যাকাণ্ডে আন্দোলনের ইস্যু খুঁজছে ঐক্যফ্রন্ট’


১৭ অক্টোবর ২০১৯ ১৪:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করে জাতীয় ঐক্যফ্রন্ট উঠে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দলটি ঐক্য হারিয়ে আবরার হত্যার বিচারের আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আবরার হত্যা ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে গেছে। কিন্তু ঐক্যফ্রন্ট এই বিষয় নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। ঐক্যফ্রন্টে নিজেদের মধ্যেই অনেক বেশি মতানৈক্য। তাই এই ইস্যুকে নিয়ে ঐক্যে ফিরতে চায়।’

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, ‘আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য নয়, বরং এই ইস্যুটি নিয়ে ঐক্যফ্রন্ট রাজনীতির চেষ্টা করছে। আন্দোলন করার ইস্যু খুঁজছে।’

যে ইস্যুর সমাধান হয়ে গেছে, তা নিয়ে মাঠে নেমে হালে পানি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্ট ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর