কাশ্মিরে একাধিক হামলায় ৫ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০১৯ ২১:২১
সোফিয়ান, পুলওয়ামা ও দক্ষিণ কাশ্মিরে সন্দেহভাজন জঙ্গিদের পৃথক হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) সবচেয়ে বেশি রক্তপাত হলো। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এসব সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক খালিদ শাহ। তিনি বলেন, আমার মনে হচ্ছে সহিংসতা শুধু বাড়তেই পারে। এটা কমবে না।
ভারিতশাসিত কাশ্মির গত গত ৫ আগস্ট থেকে নজরবন্দি অবস্থায় রয়েছে। ৭২ দিন পর মোবাইল নেটওয়ার্ক চালু হলেও এখনো বন্ধ কাশ্মিরে ইন্টারনেট সেবা।
কাশ্মিরের বেশিরভাগ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের আটক করে রাখা হয়েছে। যা অস্থিরতা বাড়াবে বলে অনেকে আশঙ্কা করছেন।
কিছুদিন আগে ভারতীয় উপমহাদেশে আল-কায়দা শাখার মুখপাত্র কাশ্মিরকে কয়েদখানা উল্লেখ করে ভারতীয় সরকার ও সেনাদের ওপর হামলার হুমকি দেন।