Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিত সাহা ফের ৩ দিনের রিমান্ড, তোহা কারাগারে


১৭ অক্টোবর ২০১৯ ২১:২৫

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বহিষ্কৃত বুয়েট শাখা ছাত্রলীগের নেতা অমিত সাহার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেক আসামি হোসেন মোহাম্মদ তোহাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।

এদিন আরবার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান পাঁচ দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করেন। তদন্ত কর্মকর্তা অমিত সাহার ফের সাত দিনের রিমান্ড ও তোহাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসময় অমিত সাহার পক্ষে আইনজীবী মঞ্জুরুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে।

শুনানি শেষে আদালত অমিত সাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি তোহাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১১ অক্টোবর এ দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীদের অভিযোগ, বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। পরে আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় ১৯ জনকে।

অমিত সাহা আবরার ফাহাদ আবরার হত্যা মামলা আরবার হত্যা তোহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর