Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানুফ্যাকচারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেল ওয়ালটন


১৮ অক্টোবর ২০১৯ ০৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ম্যানুফ্যাকচারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’র সমাপনী অনুষ্ঠানে ওয়ালটনকে এই পুরস্কার দেওয়া হয়।

ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও তাপস কুমার মজুমদার, অপারেটিভ ডিরেক্টর তৌফিক-উল-কাদের এবং ডেপুটি ডিরেক্টর সৈয়দ রোবেল ইসলাম।

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গত ১৪ অক্টোবর শুরু হয় ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প, এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথভাবে প্রথমবারের মতো তথ্য-প্রযুক্তি বিষয়ক এই মেগা ইভেন্টের আয়োজন করে। এই আয়োজনের প্লাটিনাম স্পন্সর ছিল ওয়ালটন।

বিজ্ঞাপন

মেলায় শৈল্পিক নকশার দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপন করায় বেস্ট প্যাভিলিয়নের পুরস্কারও পায় ওয়ালটন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ. কে. এম. রহমতউল্লাহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

এতে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস এলায়েন্সের সেক্রেটারি জেনারেল ড. জেমস (জিম) পয়জান্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট শহীদ উল মুনির এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওয়ালটনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওয়ালটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর