Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার্জার লাইটে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ, বিমানযাত্রী আটক


১৮ অক্টোবর ২০১৯ ১১:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চার্জার লাইটের ভেতরে করে আনা এই স্বর্ণের বারের দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। স্বর্ণের বার জব্দের পর জয়নাল আবেদীন নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম সারাবাংলাকে বলেন, বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জয়নালকে হেফাজতে নিই। তার একটি লাগেজ তল্লাশি করি। সেখানে ৬টি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাই।

তিনি জানান, জব্দ স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

আটক জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।

চার্জার লাইটে স্বর্ণ পাচার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর