Monday 30 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিতভাবে ফেরি চলাচল শুরু


১৮ অক্টোবর ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটে টানা পাঁচদিন ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার (১৮ অক্টোবর) ছোট ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায় দুটি ফেরি।  তবে বেলা ১২টা পর্যন্ত এ দুটি ফেরি মাঝপথে আছে বলে জানা গেছে। এই দুটি ফেরি ঠিকমত চলাচল করতে পারলে বাকি ফেরিগুলোর চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, ‘দুটি ছোট ফেরি দিয়ে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়েছে । এই দুটি ফেরি কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছানোর পর পুরোদমে ফেরি চালুর পরিকল্পনা আছে।’ শিমুলিয়া ঘাটে দুই শতাধিক ট্রাক পারের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের ম্যানেজার এ কে এম শাহজাহান জানান, ‘দুটি ছোট ফেরি দিয়ে চলাচল শুরু হয়ছে। চ্যানেলে বর্তমানে সাত ফুট গভীরতা রয়েছে। নাব্যতা বাড়াতে ড্রেজিং চলছে।’

মুন্সীগঞ্জ শিমুলিয়া-কাঁঠালবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর