Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার এনডিএফ বিডি ঢাকা জেলা স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতা 


১৮ অক্টোবর ২০১৯ ১৬:০৯

ঢাকা: বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’ (এনডিএফ বিডি) এর আয়োজনে শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে ঢাকা জেলা স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতা ও উৎসব ২০১৯।

‘শোনো,যুক্তিই আমার সৌন্দর্য’ স্লোগানে শনিবার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হবে। এ আয়োজনে ঢাকা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩২টি প্রতিযোগী দল এবং প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সাত শতাধিক প্রতিযোগি অংশ নেবেন।

বিজ্ঞাপন

বিতর্ক উৎসবে থাকবে স্কুল ও কলেজ বিতর্ক, বারোয়ারি বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, জুটি বিতর্ক, প্রদর্শনী বিতর্ক এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক এবং সারাবাংলাডটনেট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি), ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসরিন নাহার, সহ-প্রধান শিক্ষক জিনাত ফারহানা , ইগলু’র সিইও জিএম কামরুল হাসান।

দিনব্যাপী উৎসবের শেষভাগে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমীমা হোসেন , ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস এবং সাবেক বিতার্কিক মোঃ গোলাম কিবরিয়া, আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব জনাব তামজিদ হাসান পাপলু।উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব একেএম শোয়েব।

বিজ্ঞাপন

বিতার্কিকদের এই মিলন মেলায় বেভারেজ পার্টনার হিসেবে থাকবে কিনলে বাংলাদেশ, আইসক্রিম পার্টনার ইগলু আইসক্রিম।

এনডিএফ বিডি বিতর্ক প্রতিযোগিতা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর