Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই


১৮ অক্টোবর ২০১৯ ১৭:১৭

ঢাকা: আন্তর্জাতিক খ্যতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এদিন দুপুরে কালিদাস কর্মকারকে ইস্কাটনের নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে প্রথিতযশা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গ্যালারি কসমসের নির্বাহী শিল্প ব্যবস্থাপক সৌরভ চৌধুরী  সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি এখন ল্যাব এইড হাসপাতালে রয়েছেন।

সৌরভ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘কালিদাস কর্মকারের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার দুই মেয়ে আমেরিকায় থাকেন। তারা দেশে এলে পরিবার সদস্যরা মরদেহ সৎকারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

কালিদাস কর্মকার শৈশব থেকেই আঁকাআঁকি শুরু করেন। ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ সালে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ সালে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কালিদাস কর্মকার ইউরোপীয় আধুনিক ঘরানার শিল্পী। তিনি চিত্রশিল্পে নিরীক্ষাধর্মিতার জন্য বিখ্যাত।

১৯৪৬ খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্মগ্রহণ করেন শিল্পী কালিদাস কর্মকার।

কালিদাস কর্মকার চিত্রশিল্পী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর