নব্য জেএমবি’র নারী সদস্য গ্রেফতার
১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০২
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে আসমাউল হুসনা সুমনা (২২) নামের নব্য জেএমবি’র এক সক্রিয় নারী সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার অস্ট্রেলিয়ার উত্তর মেলবোর্নে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার ঘটনায় মোমেনা সোমা (২৪) নামে বাংলাদেশি এক নারী শিক্ষার্থীকে আটক করে স্থানীয় পুলিশ। ঘটনাটি বিভিন্ন দেশী বিদেশী গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি’র কাউন্টার টেররিজম বিভাগের একটি টিম গত ১১ ফেব্রুয়ারি মিরপুর কাজীপাড়ায় মোমেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
মোমেনার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোমেনা সোমার ছোট বোন আসমাউল হুসনা হঠাৎ চাকু নিয়ে কাউন্টার টেররিজমের সদস্যদের ওপর আক্রমণ করলে একজন সদস্য আহত হন। পরে আসমাউল হুসনাকে আটক করা হয়।পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি চাকু, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী সারাবাংলাকে বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল হুসনা নিজেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সদস্য বলে স্বীকার করেন। সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধ্বংসাত্মক কাজের পরিকল্পনাও ছিল তার।
সারাবাংলা/এসআর/জেডএফ