বাগেরহাটে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু
১৯ অক্টোবর ২০১৯ ০৮:৫৯
বাগেরহাট: বাগেরহাটে হযরত হযরত খানজাহান আলী (র.) মাজারের ভেতরে ছুরিকাঘাতে তালিম মল্লিক (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাকবিতণ্ডার জের ধরে মাজারের খাদেম বাবু ফকিরের ছেলে রাজা ফকির তাকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত তালিম মল্লিক সদর উপজেলার শিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে। বাগেরহাট টেক্সটাইল ভোকেশনাল থেকে এ বছর এসএসসি পাস করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে খানজাহান আলী মাজার চত্বরে তালিম মল্লিক ও রাজা ফকিরের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজা ফকির এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তালিমকে। এসময় স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় তালিমকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই তরুণের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে একজন আরেকজনকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীকে আটকের জন্য এলাকায় অভিযান শুরু হয়েছে।