Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর মহাকাশে হাঁটা নিয়েও ভুল তথ্য দিলেন ট্রাম্প!


১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৪:০৭

মহাকাশে বিচরণে এবারই প্রথম শুধু নারী সদস্যের নভোচারী দল স্পেস স্টেশনের বাইরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দিত করেছেন দলটির দুই নভোচারী ক্রিস্টিনা কখ এবং জেসিকা মেয়ারকে।

কিন্তু বিপত্তিটা হলো ট্রাম্প যখন নভোচারীদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলেন এ সম্পর্কিত ভুল তথ্য। লিখিত বক্তব্যে ট্রাম্প জানালেন, এই প্রথম নাকি কোনো নারী মহাকাশে হাঁটলেন!

বিজ্ঞাপন

যদিও ইতিহাস বলছে, রুশ নভোচারী সভেতলানা সাভিৎস্কায়া প্রথম মহাকাশে বিচরণ করেছিলেন, তাও ১৯৮৪ সালে। এরপর এ পর্যন্ত ৪২ বার স্পেস ওয়াক বা মহাকাশ বিচরণে অংশ নিয়েছে নারীরা।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের ভুল খুব দ্রুত সংশোধন করেন নভোচারী জেসিকা মেয়ার।

খুব ভদ্রভাবে জেসিকা ট্রাম্পের উদ্দেশে বলেন, আমরা খুব বেশি প্রশংসা নিতে চাই না। কারণ আমাদের আগেও অনেক নারী নভোচারী ছিলেন। যারা মহাকাশে বিচরণ করেন। এবার শুধু দুজন নারী একসঙ্গে এই গৌরব অর্জন করছেন।

প্রসঙ্গত, নারী নভোচারীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) ছাড়েন অকেজো হয়ে পড়া একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ ইউনিট বদলানোর জন্য। তারা সাত ঘণ্টা আইএসএস-এর বাইরে অবস্থান করেন।

খবর বিজনেস ইনসাইডারের।

টপ নিউজ নারী নভোচারী মহাকাশে বিচরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর