যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে এমন একটি সংশোধনীর ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশোধনীর পক্ষের সংসদ সদস্যরা জয়লাভ করায় প্রধানমন্ত্রী বরিস জনসনের নতুন ব্রেক্সিট চুক্তি কার্যকরের তারিখ পেছাতে হচ্ছে। খবর ডয়েচে ভেলের।
শনিবার (১৯ অক্টোবর) পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য ওই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন। ফলে, এখন যুক্তরাজ্যের আইনবিভাগ নতুন ব্রেক্সিট চুক্তিটি পাস না করা পর্যন্ত তা কার্যকর হবে না।
সংসদ সদস্য অলিভার লেটউইনের উত্থাপিত এই সংশোধনী প্রস্তাবের পক্ষে ৩২২ এবং বিপক্ষে ৩০৬ ভোট পড়েছে।
এই সংশোধনী প্রস্তাবটি পাস হওয়ার কারণে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার বিষয়টি তৃতীয় দফায় পেছাতে হবে বরিস জনসনকে।
সংশোধনী প্রস্তাবটি পাস হওয়ার সঙ্গেসঙ্গেই প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সরকার আগামী সপ্তাহের মধ্যেই এই প্রস্তাবটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বিভাগীয় আয়োজন সম্পন্ন করবে। তবে ব্রেক্সিট পেছানো নিয়ে ব্রাসেলসের সাথে তিনি কোনো ধরণের আলোচনায় বসতে পারবেন না।