কাতালানে অবিলম্বে সহিংসতা বন্ধ করুন: পেড্রো সানচেজ
১৯ অক্টোবর ২০১৯ ২১:৩৩
স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ অবিলম্বে সহিংসতা বন্ধ করার জন্য কাতালানের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) কাতালানের আঞ্চলিক প্রধানের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
এর আগে, কাতালানের স্বাধীনতাকামী নেতা কুইম তোরা কেন্দ্রীয় সরকারের প্রতি আহবান জানিয়েছিলেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের কোনো পথ বের করা যায় কি না, তা ভেবে দেখতে। কিন্তু সানচেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদিও কুইম তোরা এই আন্দোলন আয়োজনের সাথে জড়িত নেই, তারপরও তাকে আগে বার্সেলোনার শান্তি নিশ্চিত করতে হবে, তারপর যে কোনো ধরণের আলোচনার ব্যাপার আমরা ভেবে দেখবো।
পেড্রো সানচেজ আরও বলেন, কাতালানে এমন অনেক মানুষ আছেন যারা, তাদের এই সম্পদশালী উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশটিকে স্পেন থেকে পৃথক করতে চান না। তারাও কুইম তোরাকে বলেছেন এই স্বাধীনতা আন্দোলনের নামে শান্তিপূর্ণ সহাবস্থানের ভেতর সহিংসতা যেন অবিলম্বে বন্ধ করা হয়।
এদিকে, তিনি তার সমাজতান্ত্রিক দলের সাথে এক আলোচনায় বলেছেন, কাতালান অবশ্যই স্বাধীনতা পাবে না, কারণ তা আইন বিরোধী।
কাতালান পেড্রো সানচেজ প্রধানমন্ত্রী বার্সেলোনা সহিংসতা স্পেন স্বাধীনতা