ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি হ্যাকড
১৯ অক্টোবর ২০১৯ ২১:৪৬
ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে এবং তাদের নামে ভুয়া আইডি খুলে ‘অন্তর্ঘাতমূলক প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে বলে জানিছেন সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারী।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মো. আবদুস সাত্তার পাটোয়ারী সারাবাংলাকে বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর নির্বাচিত হওয়ার পর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফেসবুক আইডি হ্যাক করা হয়। ১৯ সেপ্টেম্বর তারা থানায় জিডি করেন। এখন ফেসবুকে তাদের কোনো আইডি নেই। কিন্তু কে বা, কারা তাদের নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
ভুয়া আইডিগুলো থেকে ভবিষ্যতে আরও অন্তর্ঘাত ও বিভ্রান্তি ছড়ানো হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্ধৃতি দিয়ে সেখান থেকে প্রায়ই নানা ধরনের বক্তব্য ও বিবৃতি প্রচার করা হচ্ছে। যার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’
এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আপেল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘এই মুহূর্তে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কোনো ফেসবুক আইডি নেই। তাদের নামে একাধিক আইডি দেখা গেলেও সেগুলোর অ্যাডমিন তারা না। কে বা কারা তাদের ফাঁসানোর জন্য ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট দিচ্ছে।’