Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরি আ’র শীর্ষস্থান পাকা করল রোনালদোর জুভেন্টাস


২০ অক্টোবর ২০১৯ ০৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিয়ান সিরি আ’তে নিজেদের ৯ম ম্যাচে বোলগনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে বোলগনাকে আতিথ্য দেয় তুরিনের বুড়িরা। আর ক্রিস্টিয়ানো রোনালদো এবং মিরালেম পিয়ানিচের গোলে সফরকারীদের হারিয়ে সিরি আ’র শীর্ষস্থান নিশ্চিত করে বর্তমান শিরোপাধারীরা।

রোনালদো-হিগুয়েনকে নিয়ে গড়া জুভেদের আক্রমণভাগ। গোল পেতেও তাই অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। ম্যাচের মাত্র ১৯ মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন সদ্য ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করা ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের ৭০১ গোলের রেকর্ড স্পর্শ করলেন রোনালদো। এর আগে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করায় বিশেষ সম্মনা দেয় জুভেন্টাস।

বিজ্ঞাপন

রোনালদোর গোলের মিনিট সাতেক পর বোলগনার ডিফেন্ডার দানিলো ইব্রাহিম এমবায়ের ক্রস থেকে গোল করে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে সমতায় থেকেই। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই জুভেন্টাসের হয়ে গোল করেন মিড ফিল্ডার মিরালেম পিয়ানিচ। ম্যাচের ৫৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এই মিড ফিল্ডার।

ম্যাচের বাকি সময় একের পর এক সযোগ তৈরি করতে থাকে জুভেন্টাস। তবে আর গোলের দেখা পায়নি কোনো দলই। আর জুভেন্টাস ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে ম্যাচ। ৮ ম্যাচে ৭ জয় আর ১ ড্র নিয়ে সিরি আ’র লিগ টেবিলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে রোনালদোর জুভেন্টাস। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।

জুভেন্টাসের হয়ে চলতি মৌসুমে এর মধ্যেই লিগে চার গোল করেছেন রোনালদো আর সেই সাথে আছে ২টি এসিস্টও। তবে চার গোল করেও সিরি আ’র সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান রোনালদোর।

আরও পড়ুন: মায়োর্কার কাছে হেরে শীর্ষস্থান খোয়ালো রিয়াল

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস- বোলগনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর