Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা


২০ অক্টোবর ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৪:৫১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ হামলা করেছে বলে জানিয়েছে ছাত্রদল। ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলনের পরেই তাদের ওপর এই মারধরের ঘটনা ঘটে বলে জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ অক্টোবর) দুপুর পৌঁনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের চারজন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদলের নেতাকর্মীরা হল, মামুন খান (৩২), শাহাদাত শাওন (৩০), এস এম তারেক (২৩), ওবায়দুল্লাহ নাঈম (২৬)।

রোববার দুপুর সোয়া ১১টার দিকে ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তাদের ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচার করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। পরে সংবাদ সম্মেলন শেষে ছাত্রদল নেতারা মধুর ক্যান্টিনে যান। সেখানে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা করে।

তবে হামলার বিষয়টি স্বীকার করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘যারা ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান দেয় মধুর ক্যান্টিনে। আপনারা জানেন ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের যারা আছি ৭৫ এর হাতিয়ার নিয়ে যারা কাজ করবে আমরা ঘোষণা দিয়েছি তাদের প্রতিহত করব।’

এ সময় মধুর ক্যান্টিনে ছিলেন, ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক আল মামুন, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি রাইসুল ইসলাম। হামলার নেতৃত্বদানকারী এই আমিনুল ইসলাম বুলবুল মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

বিজ্ঞাপন

এর আগে সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, আমার কোনো ফেসবুক আইডি নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬টি আইডি চালু রয়েছে। এর জন্য তিনি তেজগাঁও থানায় জিডি করেছেন উল্লেখ করে তার নামের অ্যাকাউন্টের কোনো লেখার দায়ভার তিনি নেবেন না বলে জানান।

এর শনিবার (১৯ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে ফেসবুকের একটি অ্যাকাউন্টের বায়োতে লেখা স্কিন শর্টট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার!’ এই স্কিনশর্টটটি ছাত্রলীগের নেতারা ভাইরাল করেন। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

শনিবার (১৯ অক্টোবর) ছাত্রলীগের একাধিক নেতা ক্যাম্পাসে আসলে ছাত্রদলের নেতাদের কুত্তার মতো পেটানো হবে বলে হুমকি দিয়েছিলেন বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।

সারাবাংলা/কেকে/জেএএম

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর