Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যামসাং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


২০ অক্টোবর ২০১৯ ১৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় স্যামসাং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ আহমেদ সাব্বির (২৬) নামে এক এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। সাব্বিরের বাড়ি উপজেলার বংশিরদিয়া এলাকায়। তার বাবার নাম আ. মোতালিব।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সাব্বির স্যামসাং কোম্পানির ফ্রিজ প্যাকেজিং বিভাগে সহকারী হিসেবে কাজ করতেন। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন স্যামসাংয়ের প্রশাসনিক কর্মকর্তা আসাদ। তিনি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাব্বিরের মৃত্যু হতে পারে।

বিজ্ঞাপন

২০১৮ সালে নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্স নতুন কনজ্যুমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে। এই প্ল্যান্টে রেফ্রিজারেটর, এসি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন প্রস্তুত করা হয়। পাশাপাশি স্যামসাং ইলেকট্রনিক্সের পণ্য তৈরি হতো প্ল্যান্টটিতে।

স্যামসাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর