যুবলীগের কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন
২০ অক্টোবর ২০১৯ ২১:০৪ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১০:২২
ঢাকা: যুবলীগের ৭ম কংগ্রেস উপলক্ষে প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্যসচিব করা হয়েছে হারুনুর রশীদকে।
যুবলীগের ৭ম কংগ্রেসকে সামনে রেখে রোববার (২০ অক্টোবর) গণভবনে শীর্ষ নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া বৈঠকে যুবলীগ নেতাদের সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর যুবলীগের ৭ম কংগ্রেস অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস হয় দীর্ঘ ৯ বছর পর। ওই সময় ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যান ও মো. হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে নেতৃত্বে আনা হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর সম্মেলনের কথা থাকলেও সর্বশেষ কংগ্রেসের পর কেটে গেছে ৭ বছর। বর্তমান কমিটিরও মেয়াদ ফুরিয়েছে ২০১৫ সালের ১৪ জুলাই।