Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দফা দাবিতে ইবি প্রশাসনকে ছাত্রমৈত্রীর স্মারকলিপি


২০ অক্টোবর ২০১৯ ২১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে শাখা ছাত্রমৈত্রী। এ দাবিসহ ৯ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে স্মারকলিপি দেন তারা। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা ভিসির হাতে এই স্মারকলিপি তুলে দেন।

তাদের দাবিগুলো হলো- ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত এবং স্বাধীনতাবিরোধী ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা, প্রতিটি হলে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা স্থাপন করা, হলে টর্চার সেলের বিষয়ে যাথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও আসন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করাসহ ইত্যাদি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোরশেদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

এসময় উপাচার্য স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রী ছাত্র সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর