Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের টাকাসহ সহকারী ভূমি কর্মকর্তা গ্রেফতার


২০ অক্টোবর ২০১৯ ২৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: ঘুষ নেওয়ার অভিযোগে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল হান্নানকে (৪৫) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ অক্টোবর) ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘুষের ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামানের তত্ত্বাবধায়নে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

দুদক জানায়, মতিউর রহমান মানিক নামে এক ব্যক্তি পৈত্রিক জমির খাজনা দিতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা ১৪৩ টাকা করের সঙ্গে অতিরিক্ত ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। বিষয়টি মতিউর রহমান দুদকের হটলাইনে জানান। এরপর তিনি দুদক কার্যালয়ে তিনি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ঘুষ

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর