Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীবাগে বন্যপ্রাণীর চামড়ার সন্ধান, চলছে অভিযান


২১ অক্টোবর ২০১৯ ১৮:২১

ঢাকা: রাজধানীর পরীবাগে বন্যপ্রাণীর চামড়া বিক্রি এবং বিভিন্ন ট্রফি তৈরির অপরাধে অভিযান পরিচালনা করছে বনবিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল (বন্যপ্রাণী অপরাধ দমন) ইউনিট।

সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পরীবাগ সুপার মার্কেটে শুরু হয় এ অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অন্যখানে অপরাধ দমন ইউনিটে পরিদর্শক অসীম মল্লিক। সার্বিক সহযোগিতা করছেন র‌্যাবের সদস্যরা।

অসীম মল্লিকা সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি পরীবাগ সুপার মার্কেটে বণ্যপ্রাণীর চামড়া দিয়ে বিভিন্ন ট্রফি ও সরঞ্জামা বানিয়ে বিক্রি করা হচ্ছে। এই খবরে এখানে অভিযান চালিয়ে ইতোমধ্যে সাতটি চিতাবাঘের চামড়া, ২টি লজ্জাবতী বানরের, ২২৭টি গুই সাপের চামড়া জব্দ করা হয়েছে।

সেইসঙ্গে চামড়া দিয়ে কফি বানানোর সরঞ্জামও জব্দ করা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এসে পৌঁছালে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন বলেন, চিতা বাঘের চামড়াসহ বেশকিছু বন্য প্রাণীর চামড়া পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।’

পরীবাগ বন্যপ্রাণী অপরাধ দমন বন্যপ্রাণীর চামড়া

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর