Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব আহরণে কাস্টম হাউজগুলোর শীর্ষে আইসিডি


২১ অক্টোবর ২০১৯ ২২:০১

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রণাধীন কয়েকটি কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেড়েছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৩ মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে আইসিডি কাস্টম হাউজ (কমলাপুর)। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা কাস্টম হাউজের চলতি অর্থবছরের লক্ষমাত্রা ৫ হাজার ৪৪১ কোটি ৭৬ লাখ টাকা। যার বিপরীতে আগস্ট মাস পর্যন্ত ঢাকা কাস্টম কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষমাত্রা ছিলো ৮৭৫ কোটি ৪৫ লাখ টাকা। কিন্তু আগস্ট মাস পর্যন্ত ঢাকা কাস্টম হাউজ রাজস্ব আহরণ করেছে ৬৯৭ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত রাজস্ব আহরণ করে ৫৯৯ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় রাজস্ব আহরণে ঢাকা কাস্টম হাউজ ১৬ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে।

বিজ্ঞাপন

আইসিডি কমলাপুর কাস্টম হাউজের চলতি অর্থবছরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩৬ কোটি ৮৬ লাখ টাকা। যার বিপরীতে আগস্ট মাস পর্যন্ত এই প্রতিষ্ঠানের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৫২০ কোটি ৯ লাখ টাকা। কিন্তু আগস্ট মাস পর্যন্ত আইসিডি কাস্টম হাউজের রাজস্ব আহরণ ৪৬৭ কোটি ৭২ লাখ টাকা। অন্যদিকে, গত অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি রাজস্ব আহরণ করে ৩৫৪ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আহরণে আইসিডি কাস্টম হাউজ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ৩২ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

আইসিডি কমলাপুর ছাড়াও দেশের আরো ৫টি কাস্টম হাউজের রাজস্ব লক্ষ্যমাত্রাও দিন দিন বেড়ে চলেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ১৬৮ কোটি ২ লাখ টাকা। আর আগস্ট মাস পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ৯ হাজার ৯২৩ কোটি ৫৮ লাখ টাকা। যার বিপরীতে আগস্ট মাস পর্যন্ত হাউজটি রাজস্ব আহরণ করেছে ৬ হাজার ৬৫১ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউজ রাজস্ব আহরণ করে ৬ হাজার ৭৭২ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় রাজস্ব আহরণের প্রবৃদ্ধিতে চট্টগ্রাম কাস্টম হাউজ মাইনাস ১ দশমিক ৭৯ শতাংশ পিছিয়ে।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৮ কোটি ৩৫ লাখ টাকা। যার বিপরীতে আগস্ট মাস পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষমাত্রা ছিলো ১ হাজার ৬০ কোটি ৯ লাখ টাকা। কিন্তু আগস্ট মাস পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজ রাজস্ব আহরণ করেছে ৪৫৬ কোটি ৪৫ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত রাজস্ব আহরণ করে ৭২২ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় রাজস্ব আহরণের প্রবৃদ্ধিতে মাইনাস ৩৬ দশমিক ৮৭ শতাংশ পিছিয়ে বেনাপোল।

মংলা কাস্টম হাউজের চলতি বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮৪ কোটি ৫৬ লাখ টাকা। যার বিপরীতে আগস্ট মাস পর্যন্ত মংলা কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ৮১৮ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু আগস্ট মাস পর্যন্ত মংলা কাস্টম হাউজ রাজস্ব আহরণ করেছে ৫২৩ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত মংলা কাস্টম রাজস্ব আহরণ করে ৪৫৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আহরণে মংলা কাস্টম ১৪ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

পানগাঁও কাস্টম হাউজের চলতি বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৮১ কোটি ৫৬ লাখ টাকা। যার বিপরীতে আগস্ট মাস পর্যন্ত পানগাঁও কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২২৫ কোটি ৭৮ লাখ টাকা। কিন্তু আগস্ট মাস পর্যন্ত পানগাঁও কাস্টম হাউজ রাজস্ব আহরণ করেছে ১০২ কোটি ৯ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত পানগাঁও কাস্টম হাউজ রাজস্ব আহরণ করে ৯৫ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় পানগাঁও কাস্টম হাউজ ৭ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

সবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে অর্থাৎ জুন, জুলাই ও আগস্ট মাসে রাজস্ব আহরণের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে আইসিডি কাস্টম হাউজ। যার প্রবৃদ্ধি ৩২ দশমিক শূন্য ৫ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইসিডি কাস্টম হাউজের কমিশনার মো আনোয়ার হোসাইন সারাবাংলাকে বলেন, আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সফলতা অর্জন করেছি। আমরা সরকারের সকল নিয়মাবলী মেনে এবং যতদ্রুত সম্ভব পণ্য ডেলিভারি দিয়ে থাকি। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সারাবাংলাকে বলেন, আইসিডি কাস্টম হাউজে কর্মরত সবার সহযোগিতা এবং ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজমান থাকায় তারা এই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। আমি আশা করছি তাদের এই ধারা অব্যাহত থাকবে।

আইসিডি কাস্টম হাউজ কাস্টম হাউজ রাজস্ব রাজস্ব আহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর