ইউজিসি চেয়ারম্যান-সদস্যদের সঙ্গে এপিইউবি’র মতবিনিময়
২১ অক্টোবর ২০১৯ ২১:৩০
বাংলাদেশে উচ্চ শিক্ষার মানোন্নয়ন নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান ও সদস্যরা।
সোমবার (২১ অক্টোবর) এপিইউবি কার্যালয়ে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহসহ সংস্থাটির সদস্যরা এপিইউবি সভাপতিসহ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই মতবিনিময় করেন।
এপিইউবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিইউবি চেয়ারম্যান শেখ কবির হোসেন। এসময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. শাহ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়া ড. ফরাসউদ্দিন এবং সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কাজী নাবিল আহমেদ ও সাইফুইজ্জামান শিখরসহ এপিইউবি’র কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
এপিইউবির সেক্রিটারি জেনারেল বেনজির আহমেদের সঞ্চালনায় মতবিনিময়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে উভয় পক্ষ নানা বিষয়ে প্রস্তাব ও পরামর্শ দেন।