Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতির লাগাম টানল ছাত্রলীগ


২২ অক্টোবর ২০১৯ ১৩:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১৩:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ-উপ গ্রুপের নামে চিকা মারতে নিষেধ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বগিভিত্তিক গ্রুপ-উপ গ্রুপের নামে টি-শার্ট ও প্ল্যাকার্ড বানানো এবং স্লোগান দিতেও নিষেধ করা হয়েছে নেতাকর্মীদের।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে এই নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের অন্তত পাঁচটি গ্রুপ সক্রিয় আছে। এসব গ্রুপের মধ্যে অন্তঃকোন্দলে প্রায়ই মারামারি-সংঘাতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাটল ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর