আশুলিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
২২ অক্টোবর ২০১৯ ১৩:২৮
আশুলিয়া: জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য মঈনুল ইসলাম ভুঁইয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২২ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বহুদিন থেকেই সে জমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিল।সম্প্রতি মাকসুদা নামের এক নারী মঈনুলের বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ করে। এছাড়াও এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল, নারী নিপীড়নসহ নানা অভিযোগে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
মঈনুলকে গ্রেফতারের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু। তিনি জানান, মঈনুলের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আশুলিয়া গ্রেফতার চাঁদাবাজি জমি দখল টেন্ডারবাজি নারী কেলেঙ্কারী যুবলীগ