‘মুজিববর্ষে ল্যান্ডফোনের সংযোগ ফ্রি, ১০ হাজার টাকায় দোয়েল’
২২ অক্টোবর ২০১৯ ১৮:১০
ঢাকা: আসছে ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে বন্ধ থাকা ল্যান্ডফোনে পুনঃসংযোগ দেওয়া ছাড়াও নতুন সংযোগ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তবে পুনঃসংযোগ নেওয়ার ক্ষেত্রে যদি গ্রাহকের কোনো বকেয়া থাকে, তা পরিশোধ করতে হবে। একইসঙ্গে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১২ হাজার টাকায় দোয়েল ল্যাপটপ দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এই ল্যান্ডফোনের সংযোগ এখন থেকেই যে কেউ বিনামূল্যে নিতে পারবেন। যাদের সংযোগ বিচ্ছিন্ন আছে, তারাও বিনামূল্যে পুনঃসংযোগ নিতে পারবেন। মুজিববর্ষের পুরোটাজুড়ে (২০২০ সালের ডিসেম্বর) এই সুযোগ থাকবে।
মোস্তাফা জব্বার আরও বলেন, প্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তিনির্ভর দোয়েল ল্যাপটপ নিয়ে আসা হচ্ছে, সঙ্গে আধুনিক মোবাইল হ্যান্ডসেট। এর আগে দোয়েল চালু করা হলেও তা সফল হতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবার দোয়েল সফল হবেই। শিক্ষার্থীরা যেন কিনতে পারে, সেজন্য ১০/১২ হাজার টাকার মধ্যে একটি প্যাকেজ রাখা হবে।
২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভজি চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশের ফোন কোম্পানিগুলো যথাযথ সেবা না দেওয়ার কারণে ফোরজি নেটওয়ার্ক দেশের সব জায়গায় শতভাগ কার্যকর করা যায়নি। এবার ফাইভজি সংযোগ দিতে বিদেশি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এতে বিনিয়োগের সুযোগ আসবে। আর স্বচ্ছ নেটওয়ার্কও পাওয়া যাবে। তিনি বলেন, পরিপূর্ণ সেবা দিতে ফোন কোম্পানিগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের দ্বিতীয় ফেজ শুরুর কথাও সাংবাদিকদের জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।