সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী
২৩ অক্টোবর ২০১৯ ০০:১০
ঢাকা: সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে তার নাম যুক্ত হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো জাকির হোসেন বিচারপতি হওয়ায় ওই পদটি খালি হয়ে যায়।
গোলাম রব্বানী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে ২০১৭ সালের ৩১ অক্টোবর দায়িত্ব পান। তার পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জে হলে জন্ম ঢাকার ধানমন্ডিতে। ঢাকা বিশ্ববিদল্যায় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন তিনি। ১৯৯১ সালে তিনি ঢাকা বারের সদস্য হন। বিচারক হিসেবে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর এবং এরপর ঢাকার মহানগর দায়রা আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে ২০১০ সালে জামালপুরের যুগ্ম জেলা জজ ও ২০১৩ সাল থেকে দুর্নীতি দমন কমিশনে তিন বছর দায়িত্ব পালন করেছেন গোলাম রাব্বানী। ২০১৬ সালে শ্রম আপিল ট্রাইব্যুনালে দায়িত্ব পান তিনি। এরপর দুই মাস নারী শিশু ট্রইব্যুনালেও তিনি দায়িত্ব পালন করেছেন।
গোলাম রাব্বানী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট