Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্তাগোলায় ৫ হাজার সরকারি বই জব্দ


২৩ অক্টোবর ২০১৯ ০৩:৩৬

ঢাকা: রাজধানীর পোস্তগোলার রাজবাড়ী এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ না করে অবৈধভাবে মজুত করে রাখার দায়ে অভিযান চালাচ্ছে র‍্যাব। প্রতিষ্ঠানটি থেকে এরই মধ্যে পাঁচ হাজার বই জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১১টা থেকে পোস্তাগোলার ওই স্কুলে অভিযান শুরু হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, কদমতলী ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ে সরকারি বই বিতরণ না করে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানে প্রায় ৫ হাজার সরকারি বই জব্দ করা হয়েছে। এসব বই মজুত রাখায় প্রধান শিক্ষিকা আফসানা মির্জাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর