Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার


২৩ অক্টোবর ২০১৯ ১০:৫৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিপুময় তালুকদারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সকাল আটটার দিকে ইউনিয়নের জিরো মাইল এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিপুময় তালুকদারকে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপরহণ করে। তবে কী কারণ তাকে অপহরণ করা হয়েছিল এবং কেন হত্যা করা হলো- এসব বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।

বিজ্ঞাপন

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে জিরোমাইল এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দিপুময় তালুকদারের মৃতদেহ পাওয়া যায়। পরে আমরা মৃতদেহটি উদ্ধার করি।

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা মৌখিকভাবে অপহরণের অভিযোগ করেন। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছিলাম। কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

গুলিবিদ্ধ টপ নিউজ দিপুময় তালুকদার মৃতদেহ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর