Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে অব্যাহতি


২৩ অক্টোবর ২০১৯ ১৩:০৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৪:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। এদিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার এক বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকেও দা‌য়িত্ব থে‌কে সরিয়ে দেওয়া হয়েছিল।

কাদের এসময় বলেন, ‘মূল দল বা সহযোগী সংগঠন কিংবা এমপি যে যত প্রভাবশালী নেতাই হোক না কেন, যাদের  বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা সবাই নজরদারিতে আছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি অলরেডি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা আমি তাকে জানিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে নেত্রী তাকে অব্যাহতি দিয়েছেন।

গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, মেনন সাহেব তার বক্তব্য উইথড্রয়ের সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন, তিনি এভাবে বলেননি। তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তবে আমি এ টুকু বলতে পারি, একজন শরিক দলের নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে। ১৪ দলের ঐক্যে কোনো ভাঙন আসবে না। একজন ব্যাক্তি যদি ভিন্নমত পোষণ করেন; একজন ব্যক্তির জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না।

তিনি বলেন, এখন তিনি (মেনন) একটা দলের সভাপতি। পত্রপত্রিকায় নানান ধরনের খবর আসছে। এর প্রতিক্রিয়ায় এবং অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যয়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা আমার মন্তব্য করা সমীচীন নয়। আমার সঙ্গে মোহাম্মদ নাসিম ভাইয়ের কথা হয়েছে। ১৪ দল জানিয়েছে, রাশেদ খান মেননের বক্তব্য নিয়ে তারা নিজেরা আলাপ-আলোচনা করেছেন। বিষয়টি আলাপ আলোচনার পর্য়ায়ে রয়েছে। পরে সিদ্ধান্ত নেবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রস্তুতি নিতে থাকেন। তারিখ আমি পরে নেত্রীর সঙ্গে আলাপ করে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে, নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে। কাজেই সিটি কর্পোরেশন নির্বাচন বিচার করলেও আর বেশি দিন বাকি নেই। সিটি কর্পোরেশন নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে।

টপ নিউজ দায়িত্ব থেকে অব্যাহতি স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর