Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি-ভোকেশনালে যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত (তালিকাসহ)


২৩ অক্টোবর ২০১৯ ১৮:৪৫

ঢাকা: নতুনভাবে এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি ও ভোকেশনালের ২৮৩ প্রতিষ্ঠান রয়েছে। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সব যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যাদেরকে এমপিওভুক্ত করা হলো তাদের এই যোগ্যতা ধরে রাখতে হবে।’

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।

এমপিওভুক্ত ২৮৩টি এইচএসসি (বিএম) প্রতিষ্ঠানের তালিকা পাওয়া গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এই প্রতিষ্ঠানগুলো হলো

কৃষি বিষয়ক যে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে, সেগুলো হলো

এমপিওভুক্ত কারিগরি-ভোকেশনাল গণভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর