Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিহাব হত্যা মামলায় ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


২৩ অক্টোবর ২০১৯ ১৯:১৮

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ক্যাবল ব্যবসায়ী শিহাব হাসান বাবু হত্যা মামলায় ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ (বিশেষ) আদালতের বিচারক মো. এহ্সানুল হক এই রায় ঘোষণা করেন।

শিহাবের বাড়ি উপজেলার পাগলা থানার দীঘারপাড় এলাকায়। তার বাবার নাম ফজলুল হক। শিহাব কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে পড়তেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— হাফিজ উদ্দিনের ছেলে মোফাজ্জল (৩৩), মৃত ওয়াজেদ আলীর ছেলে ইলিয়াস (২৫), আবু বক্কর ছিদ্দিকের ছেলে মামুন (২৮), মৃত আব্দুল মতিনের ছেলে মোস্তফা কামাল (৩৭), রইছ উদ্দিনের ছেলে পলাশ (২৯), মৃত নূরুল ইসলামের ছেলে জজ মিয়া ( ৩০), মৃত লোকমান হেকিমের ছেলে খোকন (৪২), মিজানুর রহমানের ছেলে সবুজ (২৭), আব্দুল বারীর ছেলে আনোয়ার (২৬), মৃত আব্দুস সাত্তারের ছেলে সোহাগ (২৫) ও মৃত সিরাজ উদ্দিনের ছেলে আলম (২৯)। তাদের সবার বাড়ি গফরগাঁও উপজেলায়।

এদের মধ্যে ইলিয়াস, আনোয়ার এবং আলম ঘটনার পর থেকে পলাতক। মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর আসরের নামাজের পরে শিহাব বাড়ি থেকে বের হন। শিহাব তার মা সেলিনা খাতুনকে মোবাইল ফোনে জানান, তিনি ক্যাবল ব্যবসার অংশীদারিত্ব নিয়ে একটি বৈঠকে আছেন। ২১ অক্টোবর বিকেলে পাশের নদে শিহাবের মরদেহ ভাসতে দেখা যায়।

তিনদিন পরে সেলিনা খাতুন বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ১১ বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন শেখ আবুল হাসেম, আসামিপক্ষে ছিলেন সোহরাব উদ্দিন খান। মামলার শুনানিতে ১৪ জনের স্বাক্ষ্য নেওয়া হয়।

বিজ্ঞাপন

যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর