Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন বিএনপির দুদু


২৩ অক্টোবর ২০১৯ ২০:৩৭

ঢাকা: বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে শামসুজ্জামান দুদুর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হারুনুর রশিদ।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মাদারীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়। দণ্ডবিধি ৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার। মামলাটি আমলে নিয়ে আদালত শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৯ অক্টোবর ওই মামলার শুনানির জন্য দিন ঠিক করা আছে।

টপ নিউজ প্রাণ নাশের হুমকি শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর