টাঙ্গাইলের সহকারী রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
২৩ অক্টোবর ২০১৯ ২১:৪৫
ঢাকা: দুর্নীতির অভিযোগে শুল্ক ও ভ্যাট বিভাগ টাঙ্গাইলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আবদুল্লা আল মারুফ ফেরদৌসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট।
বুধবার ( ২৩ অক্টোবর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মঈনুল খান।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন আবদুল্লা আল মারুফ ফেরদৌস। এ জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মঈনুল খান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে তার বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে অভিযোগের বিষয়ে ফৌজদারি ব্যবস্থার পাশাপাশি আইন অনুসারে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।