Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি মেনে নিয়েছেন পাপন, বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা


২৩ অক্টোবর ২০১৯ ২৩:০৭

ঢাকা: অবশেষে স্বস্তি ফিরল বাংলাদেশের ক্রিকেটে। প্রথম দফায় যে ১১টি দাবিতে দেশের ক্রিকেটেররা ধর্মঘট ডেকেছিলেন তার ৯টিই মেনে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফলে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত সফরের কন্ডিশনিং ক্যাম্প। আর শনিবার থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা।

প্রথম দফার দেওয়ার ১১টি দাবির যে দু’টিতে বিসিবি সভাপতি বুধবার (২৩ অক্টোবর) রাতে সভায় সম্মতি দেননি তার একটি হলো- কোয়াবের পদত্যাগ। আর অপরটি দুইয়ের অধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ প্রসঙ্গে।

বিজ্ঞাপন

এ নিয়ে বিসিবি সভপাতি বলেন, ‘ওরা এসেছে, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের বেশ কিছু দাবি দাওয়া ছিল। ক্রিকেটারদের যে দাবি ছিল আমি গতকালই বলেছিলাম যে বেশির ভাগই মানার মতই। ওরা আসলেই হয়ে যাবে। এবং আজকে তাই হয়েছে। যে দাবিগুলো ওদের ছিল ওই ১১টার মধ্যে প্রথমটা (কোয়াবের পদত্যাগ) বলেছি এটা আমাদের বিসিবির কিছু করণীয় নেই। আর শেষেরটা (দুটোর ফ্র্যাঞ্চাইজি ) সম্পর্কে বলেছি এটা আমরা দেখব।’

‘যদি কেউ আসে কেইস টু কেইস। কারণ এখন পর্যন্ত আমাদের জানা মতে অনেক প্লেয়ার নেই যারা নাকি দুটোর বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পায়। এমন যদি এমন হয় তখন আমরা দেখব কেইস টু কেইস।কিন্তু  ঢালাওভাবে এখনই কিছু বলতে চাচ্ছি না। কারণ এটা নিয়ে  আামাদের চিন্তাধারার জন্যই কিন্তু সীমিত করেছিলাম। এটার পেছনে আমাদের সুনির্দিষ্ট কারণ ছিল। তারপরেও আমরা বলেছি এর চাইতে যদি বেশি আসে আমরা দেখব।’

‘এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) তৃতীয় রাউন্ড যেটা কালকেই শুরু হওয়ার কথা, এখন পর্য়ন্ত যেহেতু ওরা ওখানে যায়ইনি শুরু হবে কিভাবে? ওরা আসার আগে ঠিক করেছিলাম তৃতীয় রাউন্ড বাদ দিব। আর হবে না। কিন্তু ওরা বলছে ওরা খেলতে চায়। ওটা যদি পিছিয়ে করা যায় ওদের জন্য ভাল হয়। আমরা বলেছি ঠিক আছে শনিবার থেকে তৃতীয় রাউন্ড থেকে শুরু করব।  আর জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২৫ তারিখে। জাতীয় দলের সকলে ক্যাম্পে যোগ দেবে।’

বিজ্ঞাপন

এদিকে সন্ধ্যায় দ্বিতীয় দফায় যে ১৩টি দাবি নতুন করে্‌ উথ্থাপিত হয়েছে ১১টিই পুরোনো। নতুন ছিল কেবল দুটি।যার একটি হল, বিসিবির রাজস্ব ভাগ চেয়েছেন ক্রিকেটাররা। আর অপরটি; ক্রিকেটে লিঙ্গ বৈষম্য দূরিকরণ। অর্থাৎ ছেলে ক্রিকেটাররা যে যে সুবিধা পাবে তা মেয়ে ক্রিকেটারদেরও দিতে হবে।

এ প্রসঙ্গে অবশ্য এই মুহুর্তে কিছু জানাতে সম্মত হননি বিসিবি বস। ‘আরও দটো দাবি নাকি এসেছে। আসলে ও দুটো নিয়ে আমরা আলাপ করিনি। আমি টিভিতে দেখেছি। আমি ওটা দেখিনি। শুনেছি যে লিগ্যাল কিছু একটি নোটিশ এসেছে। আমরা সাথে সাথে ওটা আমাদের লিগ্যাল অ্যাডভাইজর আছে তার কাছে পাঠিয়ে দিয়েছি। কারণ লিগ্যাল কিছু আসলে আমরা তা ধরতে চাই না কথাও বলতে চাই না। বাড়তি যদি কিছু থাকে তা নিয়ে আলাপ হয়নি। কালকে পর্য়ন্ত যে ১১টা ছিল সেগুলো নিয়ে কথা বলেছি।’

এদিকে বিসিবি সভপাতির সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে উল্লেখ করে টেস্ট ও টি টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান বলেন, ‘পাপন ভাই তো বলেই দিয়েছেন যে আলোচনাই ফলপ্রসু হয়েছে।এবং আমাদের যে দাবিগুলো ছিল বোর্ড প্রেসিডেন্টসহ পরিচালকরা সবাই শুনেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুততর সময়ে হওয়া সম্ভব সেটা তারা করবেন। এবং সেই আশ্বাসের ভিত্তিতেই জাতীয় লিগের প্লেয়াররা আগামী শনিবার থেকে জাতীয় লিগ শুরু করছি এবং জাতীয় দলের প্লেয়াররা ২৫ অক্টোরবর থেকে ক্যাম্প শুরু করছি।’

এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের তিন দিনের ধর্মঘটের অবসান হল। অবসান হলো বাংলাদেশ ক্রিকেটের অচলাবস্থার। আবার মাঠ ফিরছে ক্রিকেট, মাঠে ফিরছেন ক্রিকেটাররা।

আন্দোলনকারী ক্রিকেট খেলোয়াড় টপ নিউজ বাংলাদেশ বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর