Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০১৯ সালে সরকারের পতন, ২০২০ সালে খালেদা প্রধানমন্ত্রী’


২৩ অক্টোবর ২০১৯ ২৩:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক সমাবেশে ‘কিছুদিনের মধ্যে’ আন্দোলনে নামার ঘোষণা দিয়ে বিএনপি নেতারা বলেছেন, ২০১৯ সালের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে এবং ২০২০ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। ভোলা জেলার বোরহান উদ্দিনে সাম্প্রতিক সহিংসতায় চার জন নিহতের প্রতিবাদে এই সমাবেশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘বাংলাদেশে এখন জঙ্গিদের শাসন চলছে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিছুদিনের মধ্যে আমরা রাজপথে নামব। সামনে আমরা পুলিশের বাধা মনব না। সময় ঘনিয়ে আসছে। ২০১৯ সাল হবে শেখ হাসিনা সরকারের পতনের সাল। ২০২০ সাল হবে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সাল।’

শামীম আরও বলেন, ‘রাশেদ খান মেনন বলেছেন প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত নন। এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের উচিত ছিল পদত্যাগ করা। কিন্তু তারা পদত্যাগ করবে না। কারণ তাদের লজ্জা নেই। বিনা ভোটে ক্ষমতা দখল করে তারা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে।’

তিনি বলেন, ‘জনগণের প্রিয় নেত্রীকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা তাকে আইনের মাধ্যমে মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নেত্রীকে মুক্ত করা হবে। তারেক রহমানও বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন।’

একই সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘ভোলার মুসল্লিরা সরকার পতনের আন্দোলন করেননি। তারা মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে রাজপথে নেমেছিল। তাদের ওপর গুলি চালানো হলো কেন ? আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এই দুঃশাসনকে বিদায় করতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।’

বিজ্ঞাপন

নগর বিএনপির সহসভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সহসভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, এস এম আবু ফয়েজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, কাউন্সিলর আবুল হাশেম, মনজুর আলম মনজু, শাহেদ বক্স, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা, সহসম্পাদক মো. ইদ্রিস আলী।

খালেদা জিয়ার মুক্তি বিএনপি সরকারের পতন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর