Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ওয়ার্ড কাউন্সিলরকে শোকজ ডিএনসিসি’র


২৪ অক্টোবর ২০১৯ ০৫:০০

ঢাকা: একটানা তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকায় ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি গ্রেফতার হওয়া দুইজন কাউন্সিলরের ওয়ার্ডে দায়িত্ব পালনের জন্য পাশের অন্য কাউন্সিলরকে নিয়োগ দেওয়া হবে বলেও জানান।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর গুলশানের ডিএনসিসি নগরভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘ডিএনসিসির ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আমাদের আইন অনুযায়ী- যারা পর পর তিন সভায় উপস্থিত থাকবেন না, তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। এই ৯ জন পর পর তিনটি বোর্ড সভায় উপস্থিত ছিলেন না। কেনো তারা উপস্থিত ছিলেন না তার জবাব চেয়ে বুধবার নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কাউন্সিলরদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে মেয়র বলেন, ‘যারা দুর্নীতি করবে তারা আইনের মাধ্যমে ধরা পড়বে। আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এখানে দুর্নীতি করে রক্ষা পাওয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য, চলমান শুদ্ধি অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের মিজান এবং ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৯ জন ওয়ার্ড কাউন্সিলর কারণ দর্শানোর নোটিশ ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর