Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি-শিবসেনা, হরিয়ানাতে লড়াই হাড্ডাহাড্ডি


২৪ অক্টোবর ২০১৯ ১৬:০১

ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানায় চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখনও পর্যন্ত দুই রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি। বুথ ফেরত জরিপে বলা হচ্ছে, মহারাষ্ট্রে বিজেপি খুব ভালো অবস্থানে থাকলেও হরিয়ানাতে চ্যালেঞ্জর মুখে পড়বে দলটি।

মহারাষ্ট্রে ২৮৮ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং শিবসেনা জোট ১৫০ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এগিয়ে আছে ৯৪ টি আসনে। অপরদিকে হরিয়ানায়, ৯০ টি আসনের মধ্যে বিজেপি ৪০ টিতে এগিয়ে, আর কংগ্রেস ৩১টিতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এনডিটিভর খবরে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে মহারাষ্ট্র ও হরিয়ানা দুই রাজ্যেই শাসন করছে বিজেপি। ক্ষমতায় টিকে থাকতে জোট বেঁধেছে বিজেপি-শিবসেনা। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জর জন্য মহারাষ্ট্রে শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট ও কংগ্রেস পার্টি একাট্টা হয়েছে।

জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা রদ ও নাগরিকদের জাতীয় তালিকার মতো বিষয়কে সামনে রেখে প্রচার চালিয়েছে বিজেপি। এই দুই রাজ্যে ভোটের ফলাফল থেকেই বুঝা যাবে ভারতবাসীরা মোদির নীতিকে কতটা সমর্থন করেছেন। এদিকে ১৮ টি রাজ্যে উপনির্বাচনের ভোট গণনাও আজ অনুষ্ঠিত হবে।

বিধানসভা নির্বাচন ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর