Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪ শিশু-কিশোর


২৪ অক্টোবর ২০১৯ ২০:৩৬

হিলি (দিনাজপুর): অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে এক থেকে দেড় বছর কারাভোগ শেষে হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে চার শিশু-কিশোর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা চার শিশু-কিশোর হলো— রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মো. মিঠু মিয়ার দুই ছেলে জহিরুল ইসলাম (১২) ও আলামিন ইসলাম (১৪), সুনামগঞ্জ সদরের সাহাবদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (১৫) ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানার রাজু ইসলামের ছেলে আরিফ হোসেন (১০)।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান রফিক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই চার শিশু-কিশোর। পরে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হওয়ার পর তাদের ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট শিশু শোধনাগারে রাখা হয়।

সেখানে এক থেকে দেড় বছর সাজা ভোগ করার পর আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হলো।

দেশে প্রত্যাবর্তন ভারতে অনুপ্রবেশ ভারতে কারাভোগ শিশু-কিশোর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর