কোনো অপরাধীকে কি শাস্তি দিয়েছেন?—ফখরুলকে সেতুমন্ত্রী
২৫ অক্টোবর ২০১৯ ১৬:৫৪
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কোনো অপরাধীকে শাস্তি দিয়েছেন— আপনারা কি এমন একটি উদাহরণ দেখাতে পারবেন?
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এই প্রশ্ন রাখেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সৎ সাহস আছে। সংশোধন করার সাহস আছে। আমার দলের কোনো নেতাকর্মী ভুল করলে, অপকর্ম করলে শাস্তি তাকে পেতেই হবে। আওয়ামী লীগের শুদ্ধি অভিযান বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। হাওয়া ভবন থেকে বাংলাদেশে যেসব অপকর্ম হয়েছিল, সেই অপরাধীদের একজনকেও বিচারের আওতায় আনা হয়নি।
তিনি বলেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, প্রশাসনিক ব্যবস্থাও নিচ্ছি। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। বিএনপি’র আমলে দুদক সরকারের লোকজনের দুর্নীতির বিষয়ে নির্বিকার ছিল। সরকারি দলের লোকদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
এই শুদ্ধি অভিযানকে যদি বিএনপি স্বাগত জানাতো, তাহলে বুঝতাম তাদের ইতিবাচক রাজনীতির প্রতি আস্থা রয়েছে। সব কিছু নেতিবাচক চোখে দেখা বিএনপির চরিত্র— বলেন ওবায়দুল কাদের।
বিএনপি প্রশংসা করতে করতে জানে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নুসরাত হত্যার রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত দ্রুত একটি মামলার বিচার কাজ শেষ হয়েছে। ১৬ জন আসামির প্রত্যেকের ফাঁসির রায় হয়েছে। এর মধ্যে আমাদের দলের লোকজনও আছে। বিএনপি সেই প্রশংসা করতে কুণ্ঠিত। অথচ তাদের সময়ে হলে বিএনপি দলের লোকজনের বিরুদ্ধে মামলাই করতে পারতো না।
অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান
বর্ধিত সভা থেকে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মেলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই কিছু নতুন মুখ আসবে। এখানে অভিজ্ঞতা যেমন দরকার, সঙ্গে শক্তিরও দরকার। তবে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আচরণ ভালো না হলে উন্নয়নের দাম থাকে না। একটি ওয়ার্ডে সব উন্নয়ন হয়েছে, দু’একজন দলীয় পরিচয়ে মাস্তানি করে। তাদের কারণে মানুষ কষ্ট পায়। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এখন বিতর্কিত লোক এনে পকেট ভারী করবেন, দল ভারী করবেন কিন্তু দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।
এবারের সিটি নির্বাচন চ্যালেঞ্জিং হবে
এবারের সিটি করপোরেশন নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। তারা আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ। আমাদের জোটে মধ্য থেকেও কেউ কেউ উল্টাপাল্টা কথা বলছেন, তাদের বলতে চাই সরকারের অস্থিত্ব কেউ দুর্বল ভাববেন না।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাত। বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।