বিকালে ভোট দিতে আসেন শীর্ষ নায়ক শাকিব খান। এফডিসিতে ঢোকার পর মিশা সওদাগর তাকে জড়িয়ে ধরে বুথে নিয়ে যান।
কড়া নিরাপত্তার মাঝে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন—এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি–বার্ষিক নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। টিপ টিপ বৃষ্টির মধ্যে ভোটাররা ভোট দিতে আসেন।
দুই বছর পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিল্পীরা বেশ আনন্দিত। এই আনন্দ যে শুধু ভোট দেওয়ার তা নয়, একে অপরের সাথে দেখা হওয়ার আনন্দও বটে। সারাবাংলা’র স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত’র ক্যামেরায় ধরা পড়েছে শিল্পীদের আনন্দমুখর কিছু মুহূর্ত।
-
-
পুলিশ ও র্যাব পুরো এফডিসি প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। পরিচয়পত্র ছাড়া কেউ এফডিসিতে ঢুকতে পারেননি। অতিমাত্রার নিরাপত্তা নিয়ে ভোট দিতে আসা শিল্পীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
-
-
মিশা সওদাগর ও মৌসুমী সভাপতি পদে নির্বাচন করছেন। এফডিসিতে দু’জন প্রতিদ্বন্দ্বিতা ভুলে আড্ডায় মেতে ছিলেন। তবে তারা দু’জনই জয় পাবেন বলে মনে করেন।
-
-
পপি গত নির্বাচনে মিশা–জায়েদ প্যানেলকে সমর্থন জানালেও এবার সমর্থন করছেন মৌসুমীকে । তিনি মিশা–জায়েদ প্যানেলের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ আনেন।
-
-
অপু বিশ্বাসের কাছে সব শিল্পী সমান। কিন্তু ভোট দিতে হবে বলে নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিয়েছেন—সাংবাদিকের কাছে এমনটিই বলেন তিনি।
-
-
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনুন হাসান ইমন প্রার্থী হয়েছেন। তবে ফেরদৌস গেলবার কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করলেও এবার তিনি শুধু ভোটার।
-
-
দুপুরের পর ভোট দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। ছবিতে আরও দেখা যাচ্ছে শিপন মিত্র, সীমান্ত ও জয় চৌধুরীকে। শহীদুজ্জামান সেলিমের মতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে।
-
-
একফ্রেমে ফেরদৌস, জাভেদ, রীনা খান, অঞ্জনা ও রিয়াজ। অঞ্জনা কার্যকরী পরিষদের সদস্য হিসেবে এই নির্বাচনে লড়ছেন।
-
-
সহ–সভাপতি পদে নির্বাচন করছেন ডিপজল। তিনিও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। দুপুরের পরপর তিনি ভোট দিতে আসেন।
-
-
সোহেল রানাকে জড়িয়ে ধরেছেন অঞ্জনা। সোহেল রানা এফডিসির নিরাপত্তা বেষ্টনী দেখে মন্তব্য করেন, ভোট দিতে নয়; মনে হচ্ছে পুলিশ ক্যাম্পে এসেছি।
-
-
অঞ্জনা, রোজিনা ও অরুণা বিশ্বাস—তিনজনই কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন। সকালবেলাতেই তারা এফডিসিতে নিজেদের প্যানেল বুথে চলে আসেন।
-
-
মিশা–জায়েদ প্যানেলের সাথে এক ফ্রেমে মৌসুমীর সমর্থক অমিত হাসান। অমিত হাসান এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
-
-
জায়েদ খান এবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। তার পাশে সুব্রত সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিজয়ী হয়েছেন।
-
-
সিনিয়র অভিনেত্রী শর্মিলী আহমেদের সাথে ইমন, জায়েদ খান ও মিশা সওদাগর। তিনি নির্বাচনে মিশা–জায়েদ প্যানেলেকে সমর্থন করছেন।
-
-
সংসদ সদস্য হওয়ার পর এবার প্রথম শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন ফারুক। বিকালের দিকে তিনি এফডিসিতে এসেছিলেন ভোট দিতে। তার মতে, এটি নির্বাচন না, উৎসব।
-
-
ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহ উদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক এস এ হক অলিক বিকালের দিকে এফডিসিতে আসেন ভোট দিতে। নির্বাচনি পরিবেশ নিয়ে তারা তদের সন্তুষ্টির কথা জানান।
-
-
স্ত্রী বর্ষাকে নিয়ে ভোট দিতে আসেন অনন্ত জলিল। তার কাছে ভোটের পরিবেশ ভালো লেগেছে। নতুন কমিটি চলচ্চিত্রকে এগিয়ে নিতে ভূমিকা পালন করবে বলে তার বিশ্বাস।
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন