নিরাপত্তা জোরদার, তবুও শঙ্কায় নুসরাতের পরিবার
২৬ অক্টোবর ২০১৯ ০০:০৫
ফেনী: নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রায় হওয়ার পরে নতুন শঙ্কায় পড়েছেন তার পরিবারের সদস্যরা। আদালতের রায়ের পরে আসামিদের প্রিজন ভ্যানের তোলা সময় তারা প্রকাশ্যে হুমকি দেন। এরপর থেকে শুরু হয় তাদের সমর্থকদের হুমকি।
শুক্রবার (২৫ অক্টোবর) নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান এ কথা জানান। নুসরাতের মা শিরিন আখতার বলেন, আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামিপক্ষের লোকজন। বলছে, ‘ঘরে চেরাগ (বাতি) দেওয়ার মতো লোক থাকবে না। নুসরাতের লাশ কবর দিতে পারছো, ঘরের বাকিদের লাশ কবর দিতে পারবা না।’ আমার ছেলেরা বাইরে বাইরে থাকে। চিন্তায় আমার ঘুম হয় না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমার ছেলেদের যেন নিরাপত্তা দেওয়া হয়।
মাহমুদুল হাসান নোমান বলেন, আসামিরা আদালত চত্বরে প্রকাশ্যে আমাদের হুমকি দিয়েছেন। এছাড়াও বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছেন। আমরা আশা করি, রায় কার্যকর হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী আমাদের নিরাপত্তা দেবেন।
নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা বলেন, আমরা প্রতিনিয়ত টেনশনে আছি। আমাদের ভয় হচ্ছে। অনেক কিছু বলতে পারছি না, বলার সাহস পাচ্ছি না।
এর আগে গত ৩০ মে আদালত চত্বরে মাহমদুল হাসান নোমান ও বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খোকনকে অকথ্য ভাষায় গালি ও হুমকি দেন আসামিপক্ষের সমর্থকরা।
রফিকুল ইসলাম খোকন জানান, বিচার শুরুর পর থেকেই আসামিরা প্রতিদিন অকথ্য ভাষায় গালি দিতো। পারলে আদালত চত্বরেই আমাদের খুন করতো।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী বলেন, রায়ের পর থেকে নুসরাতের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ বাড়ানো হয়েছে। নুসরাত পরিবারের ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নুসরাতের পরিবার যখনই আমাদের সহযোগিতা চাইবে আমরা তাদের সহযোগিতা দেবো।