Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসিসিতে ৫ বছর বয়সী শিশু, ধর্ষণের অভিযোগ


১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৩

ধর্ষণ (প্রতীকী ছবি)

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। তার পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় তারা মামলা করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ উঠেছে, মিরপুরের দিয়াবাড়ি এলাকার হাইকুল (৪৫) নামে এক ব্যক্তি শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে।

শিশুটির বাবা জানান, মিরপুর দিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় তারা থাকেন। মঙ্গলবার দুপুড়ে পাশের বাসার হাইকুল (৪৫) শিশুটিকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটির মা খুঁজলে হাইকুলের ঘরে শিশুর চিৎকার শুনতে পায়। এরপর মায়ের কথা শুনে দৌড়ে বাইরে চলে আসে শিশুটি। এরপর বিষয়টি তার মায়ের কাছে বলে দেয়। ঘটনার পরই অভিযুক্ত হাইকুল পালিয়ে গেছে। হাইকুলের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটিকে সন্ধ্যায় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/ এসএসআর/ এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর