Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা


২৬ অক্টোবর ২০১৯ ১৫:০৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৮:১৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে হাসিনা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার খুয়ামুড়ি গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের মা।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শনিবার ভোরে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে সিংগাইর থানার সাব ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আধা-কিলোমিটার দূরের ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপর জানা যাবে কী দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে।

মৃতের স্বামীর বড় ভাই হারুন মিয়া জানান, দুজন প্রতিবেশীর সঙ্গে তার ভাইয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলেছিল। এ নিয়ে আদালতে মামলা আছে। বিরোধের জেরে হত্যাকাণ্ড হতে পারে।

গলা কেটে হত্যা মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর