সমৃদ্ধির ২০ বছরে প্রিমিয়ার ব্যাংক
২৬ অক্টোবর ২০১৯ ১৮:০৬
ঢাকা: জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমৃদ্ধি এবং সাফল্যের ২০ বছর উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বনানীর প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বাধন করেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড এইচ বি এম ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্য এমপি আব্দুস সালাম মুর্শেদী, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিমসহ প্রমুখ।
ব্যাংকটির চেয়ারম্যান মঈন ইকবাল বলেন, ‘শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পেরেছি। যার ফলে আজ আমাদের এই অবস্থান। আমাদের ব্যাংক দেশের বিভিন্নখাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধির উন্নয়নে সকলের সাহাষ্য এবং ভালবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না। বর্তমানে সারাদেশে আমাদের ১০০টির বেশি আউটলেট আছে। ২০১৫ সালে আমরা ইন্টারনেট ব্যাংকিং এবং এসএমএস ব্যাংকিং সেবা চালু করি। আমরা ইতোমধ্যে ১০টি অ্যাওয়ার্ড অর্জন করেছি। বর্তমানে ২ হাজার ৭০০ জনবল আমাদের রয়েছে।’
ব্যাংক নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে ইকবাল আরও বলেন, ‘যারা টক শো করেন তারা ব্যাংক নিয়ে নানা সমালোচনা করেন। কিন্তু তারা কয়জনকে চাকুরি দিতে পেরেছেন। কয়টা পরিবারের দায়িত্ব নিতে পেরেছেন। আগে নিজেরা কিছু করে দেখান, অনেকগুলো পরিবারের দায়িত্ব নিয়ে দেখান তারপরে ব্যাংকগুলোর সমালোচনা করতে আসবেন। দেশের প্রবৃদ্ধির ৮৬ শতাংশ ব্যাংক থেকে আসছে। আগামী ১৫-২০ বছর পরে পৃথিবীর সকল জায়গায় বাংলাদেশের নাগরিক থাকবে। কারণ আমাদের মানবসম্পদ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার।’